জীবননগর ব্যুরো: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জীবননগরে প্রেমিক জুটিকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানার আদেশ প্রদান করেছেন। প্রেমিক সোহেল রানাকে (১৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা ও প্রেমিকা স্কুলছাত্রীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও সাজেদুর রহমান গতকাল শুক্রবার এ রায় প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার বকুণ্ডিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজমিস্ত্রি সোহেল রানা পার্শ্ববর্তী কাটাপোল গ্রামের এক স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রেমিক জুটি কাটাপোল গ্রামের মাঠে অনৈতিক কাজে লিপ্ত হলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল শুক্রবার পুলিশ আটক প্রেমিক জুটিকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত উপরোক্ত সাজা প্রদান করেন। প্রেমিক সোহেলকে পুলিশ হেফাজতে নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে প্রেমিকা স্কুলছাত্রী জরিমানার টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে।