দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এমপি আলী আজগার টগরকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যার পর দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয় মুক্তিযোদ্ধা প্রজন্ম ফ্রেন্ডস সঙ্গীত একাডেমীর পক্ষ থেকে। শিল্পীদের সাথে নিয়ে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা জানান একাডেমীর পরিচালক শেখ শাহজাহান সাজু। এ সময় সাথে ছিলেন আব্দুস সালাম, শিশুশিল্পী নামিরা রহমান নিহা, মাপ্পি, মিম, হিমু, অনন্যা, সাফা, নিপা, সাগর প্রমুখ। পরে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় জীবননগরের কয়া গ্রামের পক্ষ থেকে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, মিজানুর, জহুরুল, ইসরাফিল, জাহাঙ্গীর, সবুজ, তারিকুল, আনোয়ার, তিতাস, মমিন, বকুল প্রমুখ। অপরদিকে রাত ৮টার দিকে দর্শনা পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এমপি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, ছাত্রলীগ নেতা চঞ্চল তরফদার, আলামিন, প্রভাত, মামুন, রায়হান, শাওন, তুহিন, রকি, আইটিজেড রকি, হাফিজ, অপু, মাসুম প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, কেরুজ শ্রমিক নেতা আজিজুল হক, মোস্তাফিজুর রহমান, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়াদ্দার, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ফারুক হোসেন, আব্দুস সালাম ভুট্টো, ইকবাল হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।