স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. ওয়াহিদ আশরাফ দেলওয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি ময়নুল হাসান। ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ওমর আলী মাস্টার, ডা. শাহীনুর হায়দার ও অধ্যক্ষ লুৎফর রহমান। কোরবান আলী মণ্ডল, সোয়েব দরবেশ, আব্দুল আলীম ও আবুল কালাম আজাদ যুগ্মসম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে- শরীফ সাথী, সিরাজ সামজী, শামসুল আলম ও মাহির তাজওয়ারকে। অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কাশেম, মুরশীদ আলম, রাজিয়া আক্তার রেখা ও অশোক কুমার দত্ত। এছাড়া অধ্যক্ষ আশরাফুল আলম দপ্তর সম্পাদক, খন্দকার হামিদুল ইসলাম আজম প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডা. রাশেদ আহমেদ লোকসাহিত্য সম্পাদক, সামসাদ রানু শিশুসাহিত্য সম্পাদক, আবু সাঈদ নাট্যসম্পাদক, অ্যাড. মুন্সী তারিক উজ্জামান আইনবিষয়ক সম্পাদক, গোলাম রহমান চৌধুরী পাঠাগার সম্পাদক, রতন কুমার শর্মা সাংস্কৃতিক সম্পাদক, বুলবুল খান অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, শামীমা আখতার মহিলা বিষয়ক সম্পাদক, রহমত আলী বিশ্বাস পরিবেশ সম্পাদক ও রবিউল হোসেন সুকলালকে যোগাযোগ সম্পাদক করা হয়েছে।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- আব্দুল মান্নান ফকির, মুন্সী আব্দুস সালেক, আজিজ হোসেন, কেএম জেসমিন রুমা, শাহাবুদ্দিন, আফাজ উদ্দিন, আমজাদ হোসেন, হোসেন মোশাররফ, আমিনুল ইসলাম চৌধুরী, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মো. আব্দুর রহিম ও ডা. কামরুজ্জামান। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে ওমর আলী মাস্টারের সভাপতিত্বে দ্বিবার্ষিক এ কমিটি গঠনের আগে সর্বসম্মতিক্রমে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টামণ্ডলীর মধ্যে রয়েছেন- মকবুলার রহমান, গোলাম মোর্তূজা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ইস্রাফিল, অধ্যাপক এমএ গফুর ও ইকবাল আতাহার তাজ।