চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ১

 

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে দুটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ শামীম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক শামীমের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায় মনাকষা ইউনিয়নের পারচোকা গ্রামে। চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে বিজিবির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ শামীমকে আটক করা হয়।