গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে ককটেল হামলা

 

স্টাফ রিপোর্টার: বগুড়ায় গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে গণজাগরণ মঞ্চের দু কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে গণজাগরণ মঞ্চের রোড মার্চের গাড়িবহর বগুড়ার উদ্দেশে আসার সময় শেরপুর উপজেলার, শেরুয়া বটতলা এলাকায় দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।