ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি সমূহ জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপরেজিস্ট্রার আমানুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।