মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ-ঘোলদাড়ি সড়কের গাছ দিনের আলোয় চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র। দিনের বেলা কাটছে গাছের ডাল, রাতের বেলা চুরি হচ্ছে গুঁড়ি। আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ-ঘোলদাড়ি সড়কের ছোট পুটিমারী গ্রামের সড়কের গাছ কেটে সাবাড় করছে এলাকার একটি চোর সিন্ডিকেট। গতকাল এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে দেখা যায়, জেহালা গ্রামের মৃত মধু সরদারের ছোট ছেলে তারিক ও জেহালা অঘোরনাথপাড়ার কবির ড্রাইভারের ভাই ইয়ারুল সড়কের গাছের ডাল কাটছে। এরা দুজনই হেরোইন আসক্ত। তারা সাংবাদিক দেখে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, তারিক ও ইয়ারুল প্রতিদিন দিনের বেলা প্রকাশ্য গাছের ডাল কেটে নিয়ে যায়। আর রাতের বেলা চোর সিন্ডিকেটের সদস্যরা গাছের গুঁড়ি চুরি করে নিয়ে অজ্ঞাত স্থানে বিক্রি করে। এছাড়া নতিডাঙ্গা সড়কের মধুখালী মাঠের গাছ চুরি করে একই সিন্ডিকেট। এলাকাবাসী প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।