মেহেরপুর অফিস: জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৫৫টি ইভেন্টে অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ আলামিন ইসলাম বকুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।