মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর জিনিয়াস প্রিক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতি প্রতিযোগিতা ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী চত্বরে আলহাজ আ. হাকিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক হারুন অর রশিদ বেবী। বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, প্রধান শিক্ষক ওমর ফারুক, আর আর এফ’র ম্যানেজার নুরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার নাসিদুল হক। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রী, অভিভাবকদের পুরস্কৃত করে পঞ্চম শ্রেণিতে ‘এ’ প্লাস প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।