দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩ গাঁজাসেবীর ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদরপুর উপজেলার আটরশি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জনি (৩৫), আ. রবের ছেলে নান্নু (৩৬) ও দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মোশারফের ছেলে আমির হামজা (৩০) মোটরসাইকেলযোগে দামুড়হুদায় আসার পথে থানার সামনে পৌঁছুলে এএসআই আ. হাই সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক দ্রব্য আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। সন্ধ্যায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।