দর্শনা হল্টস্টেশন থেকে ফেনসিডিল উদ্ধার

 

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে হল্টস্টেশন থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করতে পারেনি কোনো ফেনসিডিল কারবারীকে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক রাসেল আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন চত্বরে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন ৮০ বোতল ফেনসিডিল।