স্টাফ রিপোর্টার: চমৎকার। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরকে যানজটমুক্ত দেখে পথচারীদের অধিকাংশই পুলিশকে সাধুবাদ জানিয়ে মনের অজান্তেই যেন উচ্চারণ করেন, চমৎকার! কেউ কেউ অবশ্য মন্তব্য করতে গিয়ে বলেন, পুলিশ পারে না কী? সবই পারে।
ব্যাটারিচালিত অটোরিকশা আর রিকশার ভিড়ে শহীদ হাসান চত্বর দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে উঠে। মোড়ে বাস স্টপেজের কারণেও যানজট বহুলাংশে বেড়ে যায়। বিষয়টি নিয়ে সম্প্রতি চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার রশীদুল হাসানের সাথে মতবিনিময়কালে সাংবাদিকবৃন্দ তার হস্তক্ষেপ কামনা করেন। তারই ফল মিলেছে গতকাল। সকাল থেকেই ট্রাফিক পুলিশ শহীদ হাসান চত্বরকে যানজটমুক্ত করতে হাতে লাঠি ধরেন। রাস্তার অর্ধেক জুড়ে অটোরিকশা আর রিকশা সরাতে শুরু করেন ট্রাফিক সদস্যরা। এতেই হাসান চত্বর চমৎকার রূপ নেয়। এ ধারা ধরে রাখার আহ্বান জানিয়েছেন সচেতনমহল।