স্টাফ রিপোর্টার: শিগগিরই সারাদেশে উপজেলা পর্যায়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী রোববার তফসিল ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে ইসির একাধিক সূত্র জানিয়েছে। মার্চে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। শনিবার স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সাথে জরুরি বৈঠক ডেকেছে কমিশন। আইনি বাধ্যবাধকতা থাকায় দ্রুত উপজেলা নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে ইসি। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ৪৮ জেলার ১১৩টি উপজেলার নির্বাচন শেষ করতে হবে। এছাড়া মার্চ মাসে ৫৯ জেলায় ২২০টি ও এপ্রিল মাসে ২৬ জেলার ৩৬টি উপজেলার নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিশন সচিবালয়ে রোববার রাত পর্যন্ত বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ চার কমিশনার। ওই বৈঠকে উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় আলোচনা হয়। নির্বাচনের দিন-তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজু বৃহস্পতিবার রাতে বলেন, কমিশন সভায় উপজেলা নির্বাচনের আইন-কানুন, কোনো উপজেলা নির্বাচন কতো তারিখের মধ্যে করতে হবে- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তফসিল ঘোষণার দিন তারিখ নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। বিষয়টি মাথায় রেখে চিন্তা-ভাবনা করা হচ্ছে। কমিশন কর্মকর্তারা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে এরই মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচন তামাদি হয়ে গেছে। গত ৩ জানুয়ারির মধ্যে ওই উপজেলায় নির্বাচন করার বাধ্যবাধকতা ছিলো। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলার নির্বাচন শেষ করতে হবে। এ উপজেলা পরিষদের প্রথম সভা ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারির মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এসব উপজেলায় ২০০৯ সালের ২২ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের প্রথম সভা থেকে ৫ বছর মেয়াদ হবে। মেয়াদ শেষ হওয়ার আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। একই বিধানের কারণে মেয়াদ শেষ হওয়ার বেশ আগে একযোগে বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।