মোমিনপুর প্রতিনিধি: সাবেক কৃতী ফুটবলার নীলমণিগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট হার্ডওয়ার ব্যবসায়ী মেহেরুল আলম ওরফে ছোট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের মৃত ওহিদুল হক টেংরার সেজ ছেলে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে নীলমণিগঞ্জের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হলে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মেহেরুলকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে নীলমণিগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী গতপরশু মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে জানাজা শেষে বোয়ালমারী জান্নাতুল মওলা গোরস্তানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, নীলমণিগঞ্জ বাজার কমিটি, সানসাইন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সাফায়েত ইসলামসহ বিভিন্ন সংগঠন মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।