মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরীনগর ফুটবলমাঠে রাফিউল ইসলাম ঝটুক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গৌরীনগর ছাত্র সংঘ আয়াজনে গত মঙ্গলবার দুপুরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রভাষক বাখের আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. হান্নান, সমাজসেবক শহিদুল বিশ্বাস ও ফকরুল ইসলাম। উদ্বোধনী খেলায় মেহেরপুরজেলা মোটরশ্রমিক ইউনিয়ন জয়লাভ করে।
টসজিতে ব্যাট করতে নেমে বিজয়ী দল নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে খেলতে নেমে ৫৬ রানে গুটিয়ে যায় গৌরীনগর যুব সংঘের ইনিংস। বিজয়ী দলের লিটিল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। এলাকার ২৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি জানিয়েছে।