দর্শনা অফিস: আনাড়ি ট্রাকচালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুঁড়িয়ে দিয়েছে দর্শনা বাসস্ট্যান্ডের ট্রাফিক আইল্যান্ড। গতকাল বুধবার ভোরে দর্শনা রেলবাজার এলাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে আইল্যান্ড ভেঙে গুঁড়িয়ে যায়। ভোরে বাসস্ট্যান্ড এলাকায় লোকবল কম থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। কিছু বুঝে উঠার আগেই ট্রাক নিয়ে সটকে পড়ে চালক।