স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে কোনো এক সময় সীমান্তবর্তী দিয়াডাঙ্গা গ্রামে এ খুনের ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান জানান। নিহতরা হলেন- সুলতান মিয়া (৫৫), তার স্ত্রী হাজেরা (৪৬) এবং তাদের দু নাতনি রোমানা (১৪) ও আনিকা (৭)। তাদের আরেক নাতনি মৌসুমীও হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌসুমী এবারের এসএসসি পরীক্ষার্থী। ওসি জানান, দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে তাদের খুন করেছে। চুরি করতে গিয়ে এ খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহত সুলতান মিয়ার ভাতিজা মমিনুল ইসলাম বলেন, এটি শুধুই চুরি নয়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ খুনের ঘটনা ঘটিয়েছে। এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে। পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।