দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের আজিজুল (৪৮) নামে এক গৃহকর্তা গরু চোরচক্রের হামলায় নিহত হয়েছেন। এ সময় গৃহকর্তার স্ত্রী ও বোন আহত হন। চোরচক্র ৩টি হালের গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১ জনকে আটক করেছে।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল গরুচোর আদাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মৃত খেদের আলীর ছেলে কৃষক আজিজুলের বাড়িতে হানা দিয়ে ৩টি হালের গরু চুরি করে নিয়ে যায়। এ সময় গৃহকর্তা আজিজুল চোরদের বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং তার স্ত্রী রমেলা (৪০) ও বোন জামিলা (৩৫) কে কুপিয়ে আহত করে। এ সময় তারা দুটি ককটেল ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গত মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের ছেলে রোশনাই বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে মালেক নামে একজনকে আটক করেছে।