স্টাফ রিপোর্টার: পরনে ছেলেদের পোশাক, চলন-বলনও কিশোরের মতো। অথচ কিশোর নয়, কিশোরী। গতরাত ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে ছদ্মবেশে ঘোরা কিশোরীকে নিয়ে কৌতুহল দানা বাঁধে। সে নিজেকে রাসেল বলে দাবি করলেও পরে বলেছে, সাদিয়া খাতুন। দীর্ঘ কয়েক মাস ধরে ছদ্মবেশে ঘুরে বিভিন্ন ব্যক্তির কাছে হাত পেতেই দিন কাটাচ্ছে। বাড়ি ফরিদপুরের ভাঙা বড়োইতলায়। পিতার নাম ফিরোজ বলে জানিয়েছে সে।