মাথাভাঙ্গা মনিটর: নিউক্যাসল ইউনাইটেডের মাঠে বিতর্কিতভাবে ২-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচ থেকে ম্যান সিটির পয়েন্ট ৪৭। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। গত সোমবার অ্যাস্টন ভিলাকে হারাতে পারলে শীর্ষস্থান ফিরে পাবে আর্সেনাল (৪৫ পয়েন্ট)। সেইন্ট জেমস পার্কে অষ্টম মিনিটে ও ইনজুরি সময়ে ম্যান সিটির দু গোলদাতা এডিন জেকো ও আলভারো নেগ্রেদো। তবে ৩৪ মিনিটের একটি ঘটনা ইপিএলের সাবেক চ্যাম্পিয়নদের জয়ে কালিমা লেপে দিয়েছে। আইভরি কোস্টের মিডফিল্ডার শেক তিওতির প্রায় ২০ মিটার দূর থেকে নেয়া শট ম্যান সিটির জালে যাওয়ার সাথে সাথে সমতায় ফেরার আনন্দে মেতে ওঠেন নিউক্যাসলের খেলোয়াড়রা। কিন্তু সহকারী রেফারির সাথে আলোচনা করে গোলটি বাতিল করে দেন রেফারি মাইক জোন্স। রেফারির যুক্তি, ফরাসী স্ট্রাইকার ইয়োয়ান গুফ্রান পোস্ট থেকে মাত্র তিন মিটার দূরে থাকায় গোলরক্ষক জো হার্ট বল দেখতে পাননি। নিউক্যাসল অনেক প্রতিবাদ করলেও রেফারি তার সিদ্ধান্ত পাল্টাননি।