জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এখন আলু উঠানোর শেষের দিকে। ভালো ফলন হওয়ায় তারা খুশি। এবার আবহাওয়া আলুচাষের অনুকূলে থাকায় কুতুবপুর ইউনিয়নের লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে। কুতুবপুর ইউনিয়নের কৃষি উপসহকারী মোস্তাফিজুর রহমার বলেন, গতবারের চেয়ে এবার আলুর ফলন ভালো হয়েছে। প্রতিবিঘা জমিতে ৮০ থেকে ১১০ মণ আলু পাওয়া যাবে বলে ধারণা করা হয়েছে। গত বছর ৫০ থেকে ৬০ মণ আলু হয়েছিলো। মাঠের আলু তোলা শুরু হলেও দাম গতবারের চেয়ে কম। এবার এ ইউনিয়নে ১০০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। বাজারে আলু প্রতিমণ ৩শ থেকে সাড়ে ৩শ টাকায় বেচা-কেনা হচ্ছে। বোয়ালিয়ার আলু চাষি দেলোয়ার হোসেন জানান, আলুর দাম কমে যাওয়ায় লাভ হবে না; খরচটা কোনো রকম উঠতে পারে। ভুলটিয়ার আলুচাষি মহিদুল ইসলাম জানান, আলু বীজসহ সকল উপকরণের দাম বেশি তার পরেও বাজারে আলুর দাম কম। কারণ হিসেবে তিনি বলেন, আগ-পেচ করে আলু তোলা শুরু হলে বাজারে আলুর দাম টা ঠিক থাকতো। হরতাল অবরোধের কারণে সেটাও করতে পারিনি চাষিরা। বাজারে আলুর চাহিদার তুলনায় বেশি বেশি তুলতে হচ্ছে। এজন্য দাম কমে যাচ্ছে।