খবর:(দর্শনা হল্টস্টেশন জিআরপি হাবিলদার বাকেরের বিরুদ্ধে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ)
পড়তা হলে ছাড়ি আমি
নইলে ধরি পাকড়ে,
সকল সময় থাকতে পারি
পয়সা-কড়ি আকড়ে।
আমার সাহস বিরাট-ভীষণ
ভয় করিনে কাউকে,
এ হবে না ও হবে না
খরচাপাতি দাও কে?
আমার খাওয়ায় চোখ টাটানি
তোদের কেন হয় গো,
ছেড়ে দেবো একটা দুটো
এতে কী আর ভয় গো!
-আহাদ আলী মোল্লা