ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার সীমান্তবর্তী জগন্নাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র একটানা তিন ঘণ্টা সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত দেড়টা থেকে রাত ৩টা পর্যন্ত চলে।
জানা গেছে, দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তের ৯৫ মেন পিলার থেকে ৯৭ মেন পিলার পর্যন্ত তিন কিলোমিটার সীমান্তজুড়ে সমন্বিত টহল চলে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে দেন জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াকুব আলী ও ভারতের পক্ষে নেতৃত্বে দেন নদীয়া জেলার চাপড়া থানার গোংরা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর চন্দ্রবীর সিং। জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াকুব আলী জানান, সীমান্তে চোরাচালান, নারী ও শিশুপাচার প্রতিরোধের জন্য দু দেশের সীমান্ত রক্ষীদের নিয়ে সমন্বিত টহলের আয়োজন করা হয়।