স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ নেবেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর আগে গতপরশু দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশিত হয়েছে। গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ নেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
আজ সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ
![](https://old.mathabhanga.com/wp-content/uploads/2014/01/Lide1.jpg)