দৌলতপুরে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ করতে না দেয়ায় কলেজ ভাঙচুর

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি কলেজের অকৃতকার্য পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরমপূরণ করতে না দেয়ায় কলেজের অফিসরুমসহ বেশ কয়েকটি শ্রেণিকক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষাবোর্ড ও কলেজ গভর্নিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট পরীক্ষায় চারের অধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। সে অনুযায়ী প্রায় ৩০ জন শিক্ষার্থী ৭-৮ বিষয়ে ফেল করায় শিক্ষার্থীরা ফরমপূরণ করতে চাইলে তাদের ফরমপূরণ করতে দেয়া হবে না বলে জানানো হয়। এ সময় অকৃতকার্য ওই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কলেজের অফিস, ৩-৪টি শ্রেণিকক্ষ, বেঞ্চ, চেয়ার, শহীদ মিনারসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় কলেজের শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এহসান খালেদ মজনু বলেন, তারা  কলেজে যে ধরনের ভাঙচুর করেছে তাকে কলেজের ভাবমুর্তিসহ বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজের গভর্নিং কমিটির সভাপতি মোকতার হোসেন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।