মাথাভাঙ্গা মনিটর: বছরের শুরুতেই বলিউডে নতুন গুজব, প্রেমের ভেলায় নাকি ভেসেছেন পর্দার জুটি শাহিদ কাপুর এবং সোনাক্ষি সিনহা। এক সূত্রে জানা গেছে, অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও নাকি বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছেন এ জুটি। ‘আর…রাজকুমার’ সিনেমায় কাজ করার সময় বন্ধুত্ব হয় শাহিদ-সোনাক্ষির। সিনেমার কাজ শেষ হয়ে যাওয়ার পর তাদের বন্ধুত্ব হয়েছে আরও গভীর। সিনেমার শুটিঙের সময় একে অপরের সাথে পরিচিত ছিলেন এ জুটি। কিন্তু শুটিঙের দিনগুলোতে একসাথে সময় কাটিয়ে আরও গভীর হয় তাদের পরিচয়। একসময় তারা বুঝতে পারেন, বন্ধুত্বের চাইতেও বেশি কিছু চলছে তাদের সম্পর্কের মধ্যে।