ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোর ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডিমেল-রাকিব জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রাত ৯টায় ঈদগাপাড়া ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ডিমেল-রাকিব জুটি ২-১ সেটে শোভন-আনোয়ার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ইমরান হোসেনের সভাপতিত্বে সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আ. রহমান, অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, হামিদুর রহমান সন্টু, মাহাবুবুর রহমান, মিন্টু ও টিপু সুলতান।