আলমডাঙ্গা ব্যুরো: গতকাল আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহি উদ্দিন। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, ইলিয়াছ আহমেদ, কামরুজ্জামান বকুল, ফিরোজ আহমেদ, মোসারেফ হোসেন, রফিকুর, মহাবুল মেম্বার, কাউন্সিলর ইলিয়াছ হোসেন, আ. রাজ্জাক, দীনেশ কুমার, মুকুল, আ. জব্বার লিপু, আমিরুল ইসলাম, কাজী সাচ্চু প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন পড়শী এইডের উদ্যোগে হতদরিদ্র দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জয়রামপুর রেলস্টেশন সংলগ্ন সংগঠনের কার্যালয়ে মতিয়ার রহমান খোকনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের সৌজন্যে প্রাপ্ত শীতবস্ত্র এলাকার প্রায় দুস্থ নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম হানিফ, উপদেষ্টা নাফিজ আক্তার, জহিরুল ইসলাম, আবু নাঈম, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, ইমদাদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।