স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে দায়িত্বরত পুলিশের দু নারী সদস্যকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া তরুণের নাম আসিফ বিশ্বাস (২০)। তার বাড়ি ফরিদপুর জেলার কামারখালী গ্রামে। ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের আজাদী ময়দানে দায়িত্ব পালনের সময় আসিফ পুলিশের দু নারী সদস্যকে উদ্দেশ্য করে কটুক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে ওই দু সদস্য বিষয়টি পুলিশের একজন উপপরিদর্শককে জানান। পরে আসিফ ও তার সাথে থাকা দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে কোনো অভিযোগ না থাকায় আসিফের সাথে থাকা অপর তরুণকে ছেড়ে দেয়া হয়।