মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সরিষাডাঙ্গায় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের বাড়ি সংলগ্ন বাগানমাঠে রহমানিয়া রোমেলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফারুক-নিশান জুটি ও আরাফাত-আহসান জুটি। খেলায় ফারুক-নিশান জুটি ২-১ সেটে আরাফাত-আহসান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাঠপ্রাঙ্গণে পুরস্কার বিতরণী আলোচনাসভা এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাবিদ খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী, চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর আহসান হাবীব (পিপিএম), মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, মার্কেন্টাইল ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক আরাফাত মোস্তফা, ডিবির এসআই বারীক, এসআই আশরাফ প্রমুখ। মোস্তাফিজুর রহমান মাজুর আয়োজনে ফাইনাল খেলাটি পরিচালনা করেন আতিকুর রহমান দিপু ও মিন্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার।