রাজাকারদের বিচার না করলে বিরোধীদল নির্বাচন করতো
মোমিনপুর/মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময়সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচকমলাপুর ফুটবলমাঠে অনুষ্ঠিত হয়। খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ সংবিধান অনুযায়ী ৫ জানুয়ারি অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। রাজাকারদের বিচার না করলে ওনারা নির্বাচনে আসতেন। খালেদা জিয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, পদত্যাগ করুন নতুবা পালানোর পথ পাবেন না। বিএনপি-জামায়াত মিথ্যা কথা বলে সব সময়। এখন দেশবাসীর কাছে প্রমাণ হয়েছে ওনারা পাকিস্তানের দালাল। নির্বাচনের দিন সবাই সতর্ক থাকবেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, মাসুদ রানা তুহিন, রুবাইত বিন আজাদ, সাবেক চেয়ারম্যান হাবীবুর রহমান, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, খালিদ হাসান, মাজেদ ভুইয়া, ডন, মুসলিমা খাতুন, আলাউদ্দিন প্রমুখ।