মুজিবনগর প্রতিনিধি: বড়দিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর বল্লভপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপি আনন্দ আয়োজন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল। পরে বল্লভপুর ফুটবল খেলারমাঠে আলোচনাসভায় বল্লভপুর ইম্মানুয়েল চার্চের পুরোহিত রোভা. বিলিয়ম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হেসেন, পুরোহিত রেভা. রোসীয় চাম্বু গং, চার্চ সম্পাদক বাবুল মল্লিক, ডিনারি সম্পাদক শঙ্কর বিশ্বাস, অশোক মল্লিক, রবেন মল্লিক প্রমুখ। দীর্ঘদিন থেকে বড়দিন উপলক্ষে এ মেলার আয়োজন করে আসছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুজিবনগরে সপ্তাব্যাপি খ্রিস্ট্রিয় মেলা উদ্বোধন
![](https://old.mathabhanga.com/wp-content/uploads/2013/12/Shafi-Pic-0126-12-13.jpg)