আর কতকাল চুরি করে খাবেন
ধরা খেলেন শেষ বয়সে এসে
বলুন এবার আপনি কোথায় যাবেন
আলবত ঠিক যাবেন ফেঁসে ফেঁসে।
পরের জিনিস খেয়ে ভীষণ লোভ
তোমার ঠোঁটে লেগেই থাকে পানি
রাবিজুড়ে চলছে ভীষণ ক্ষোভ
জানি তোমার চরিত্র খুব জানি।
তোর মতো আর নাদান কিরে আছে
দেখলে তোকে গা ছম ছম করে
ভয়ে ভয়ে কেউ যায় না কাছে
কাঁপে সবাই নানান রকম ডরে!
-আহাদ আলী মোল্লা