লোকটা ভীষণ টাকি
কথার সে কী ঝাকি-
ফাঁকিবাজের ধাড়ি তিনি
অফিসে দেন ফাঁকি।
হাত দুটো খুব তেলা;
কামাই করেন মেলা-
গুনে গুনে পয়সা তোলেন
কাজের বেলায় হেলা!
কান দুটো তার কাটা
এলাকা সব ঘাটা-
অফিস ফাঁকি দিলে এবার
মারবো মুখে ঝাটা।
-আহাদ আলী মোল্লা