অন্যের মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চালাতে গিয়ে ধাক্কা দামুড়হুদা হোগলডাঙ্গার ব্র্যাক স্কুলের ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার: রাস্তা পার হতে গিয়ে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের ব্র্যাক স্কুলের ছাত্র এনামুল নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গ্রামে হ্যান্ডবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। অভিযুক্ত মোটরসাইকেল চালককে ধরে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের কৃষক আবু বক্করের ছেলে এনামুল হক (৯) স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র। গতকাল বিকেলে হাইস্কুল মাঠে হ্যান্ডবল খেলা দেখতে যায় সে। বেলা সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে আনাড়ি মোটরসাইকেল চালকের কারণে সে দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি এনামুলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী জানায়, ছাতিয়ানতলা গ্রামের আবুল হোসেনের ঘরজামাই পটোল (৩২) গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হান্নানের মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে শিশু এনামুলকে ধাক্কা দেয়। এ সময় এলাকাবাসী পটোলকে ধরে উত্তমমধ্যম দেয়। ঘটনাস্থল থেকে শিশু এনামুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৬টায় সে মারা যায়।