মেহেরপুর অফিস: মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর শাখা। গতকাল সোমবার বিকেলে ব্যাংকের কার্যালয়ে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক এএসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২০ জন শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার আজিজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।