ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম শেখ দিনভর গণসংযোগ করেছেন। গতকাল রোববার তিনি নিজ দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খিসহ কার্পাসডাঙ্গা বাজার, কোমরপুর, বাঘাডাঙ্গা, কাঞ্চনতলা গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি সকলের নিকট তার দলীয় প্রতীক হাঁতুড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা ওয়ার্কার্স পাটির নেতা জাহিদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আছের আলী, আলাউদ্দিন ওমর, আব্দুস সামাদ, কেন্দ্রীয় যুব মৈত্রী নেতা মামুনুর রশীদ, আবুল কাশেম প্রমুখ।
দামুড়হুদার কার্পাডাঙ্গায় সিরাজুল ইসলাম শেখের গণসংযোগ
