স্টাফ রিপোর্টার: ২৪ ঘণ্টা বিরতির পর আজ শনিবার ভোর ৬টা থেকে ফের ৮৩ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় টানা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিন বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর ভোর ৬টা থেকে ১৯ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত চার দফা অবরোধে সারাদেশে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পর আজ থেকে আবার শুরু হতে যাওয়া টানা ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। প্রাত্যহিক দুর্ভোগে মানুষ ত্যক্ত-বিরক্ত হয়ে উঠেছে।