আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজিত সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ৪৩তম শীতকালীন ক্রিকেটে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভলিতে শালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাডমিন্টন এককে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও দ্বৈতে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১২ রানে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় নির্ধারিত ১৫ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৯ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। একই মাঠে অনুষ্ঠিত ভলিতে শালিকা মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। এছাড়া ব্যাডমিন্টন এককে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে ও দ্বৈতে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।