গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত সিক্স পিএল ক্রিকেটে হাড়িয়াদহ সিওর সাকসেস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় মহিষাখোলা নার্সারি একাদশকে ১২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সম্রাটের দুর্দান্ত ব্যাটিঙের সুবাদে সিওর সাকসেস একাদশ নির্ধারিত ৫ ওভারে দু উইকেট হাতে রেখে ৫০ রানের বড় স্কোর দাঁড় করায়। সম্রাটের ব্যাট থেকে আসে ২২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৪.২ অভারে ৩৮ রানে নার্সারি একাদশের ইনিংস গুটিয়ে যায়। সিওর সাকসেসের আশিক মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সিওর সাকসেস অধিনায়ক সম্রাট। বিজয়ী দল দেড় হাজার ও রানারআপ দল পেয়েছেন ৮শ টাকা পুরস্কার। হাড়িয়াদহ সিওর সাকসেস ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে ধানখোলা উত্তরপাড়া ইউপিসিটি, মুছাফির, কিংস ইলেভেন নীমতলা ও সিডর একাদশসহ ১২টি দল অংশ নেয়।