দিদিরে তুই দিসনে কিছুই
নিস বাগিয়ে ইলিশ,
লজ্জা কি তোর লাগে নারে
যখন পেটি গিলিস।
দফায় দফায় সারা বছর
কতো জিনিস পাঠাই,
আমার ভালো দেখলে তবু
তোর দুটো চোখ টাটায়।
আমার বুকের রক্ত চোষে
ফারাক্কা বাঁধ টিপাই….
ফেনসিডিলের বোতল ছাড়া
তোর কাছে আর কী পাই?
-আহাদ আলী মোল্লা