স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে। তবে ব্যাংকগুলোর শাখা খোলা থাকলেও শুধু নগদ জমা ও উত্তোলন এবং ক্লিয়ারিং-সংক্রান্ত কার্যক্রম চলবে। গত বুধবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে শুক্রবার ব্যাংক খোলা রাখা সংক্রান্ত এ নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জনস্বার্থে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে ক্যাশ ও ক্লিয়ারিং-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয় তফসিলি ব্যাংকগুলোতে। এতে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার সাথে সাথে আজ বাংলাদেশ ব্যাংকের শাখা কার্যালয় ও যেসব বিভাগের সাথে জনসাধারণ ও ব্যাংকের লেনদেন রয়েছে সেগুলোও খোলা রাখা হবে। অন্যদিকে ব্যাংক খোলা থাকলেও এ দিন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) সূত্রে জানা গেছে।
অন্যদিকে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশের পরও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা যেন সপ্তাহে অন্তত এক দিন ছুটি ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাই ছুটির দিন ব্যাংক খোলা থাকলে সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি আবশ্যক নয় বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তা বাংলাদেশে কার্যত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।