মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের একটি মুদি দোকানের আগুন থেকে পাটের গুদামে আগুন লেগে যায়। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে ওই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
গুদাম মালিক শোলমারী গ্রামের হাফিজুদ্দিনের ছেলে মোতালেব সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা ভোরের দিকে তার মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দোকানের আগুন থেকে পাশের পাটের গুদামে আগুন লেগে যায়। এতে পাট পুড়ে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ওই রাতে ফায়ার সার্ভিস না আসার ঘটনায় এলাকাবাসীর অনেকে সংসয় প্রকাশ করে বলেছেন আগুনের ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে মেহেরপুর ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার হাবিবুর রহমান বলেন, ২শ মন পাট পুড়ে যাচ্ছে অথচ ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাবে না এটা সঠিক নয়। এ ঘটনায় রহস্য থাকতে পারে।