মেহেরপুর অফিস: মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
বিকেলে অ্যাড. ইয়ারুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর, টুঙ্গি, কাঁঠালপোতা ও সোনাপুর গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও ফুটবলের পক্ষে দোয়া ও সমর্থন চান। গণসংযোগ কালে তার সাথে ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহাবুব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা আশিকুল ইসলাম মিঠু প্রমুখ।