মেহেরপুর অফিস: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির ওপর ৫ দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ আলামিন ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। প্রথম দিনে ৪৯ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেন সরকারি প্রশিক্ষক তোফাজ্জেল হোসেন। ৫ দিনব্যাপি প্রশিক্ষণের এ দিনে সৃজনশীল পদ্বতিতে প্রশ্ন তৈরি ও খাতা মূল্যায়ন পদ্বতির ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।