মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ মাও. রুহুল আমীন (৮৭) আর নেই (ইন্নালিল্লাহি……রাজেউন)। ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মরহুমের জানাজা শেষে পাটকেলপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হবে। মরহুমের মেজ ছেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম জানাজা ও দাফন কাজে অংশ নিতে সকল আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খিদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।