মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে নিউ ইয়র্কে বিবস্ত্র করে তল্লাশির পর কারাগারে পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করেছেন। দেবযানীর ঘটনা নিয়ে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে টানাপড়েনের পরিপ্রেক্ষিতে গত বুধবার কেরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের সাথে ফোনে কথা বলেন। এ সময় তিনি দেবযানীর সাথে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সদস্যদের আচরণের বিষয়ে দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে। অবশ্য যে অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবযানীকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন কেরি। ফোনে আলাপের বিষয়য়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারি হার্ফ। তিনি বলেন, দেবযানীর বয়সী দু কন্যাসন্তানের পিতা হিসেবে কেরি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা মেননকে টেলিফোনে সহানুভূতি জানিয়েছেন। হার্ফ আরো জানান, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের কোনো পদক্ষেপ মার্কিন প্রশাসন গ্রহণ করবে না বলে কেরি মেননকে আশ্বস্ত করেছেন। এরআগে নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার ও হেনস্তার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় নয়াদিল্লি।