দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার লোকনাথপুর সরকারি প্রাইমারি স্কুলের উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের দিনব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লোকনাথপুর সরকারি প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিন উদ্দিন বেল্টু, সাধারণ সম্পাদক মহিদুল হক সেন্টু, মতিয়ার রহমান ও জামাল উদ্দিন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।