ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা ইউসিসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীর জয়লাভ। এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার ফসিউর রহমান জানান, পূর্ব ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে বিআরডিবি অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ইউসিসিএ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা নুরুল ইসলাম মাছ মার্কায় ৪৪টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ছাতা মার্কায় পেয়েছে ৯টি ভোট। এছাড়া ও ভাইস-চেয়ারম্যান পদে ১ জন ও ৪ জন সাধারণ সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভাইস-চেয়ারম্যান পদে হামিদা বানু, সদস্য পদে মজিবুর রহমান, মহিউদ্দিন, জহুরা খাতুন, তহমিনা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এ নির্বাচনে ৫৩টি ভোটারের মধ্যে ৫৩ জনই ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস ফুলের তোড়া দিয়ে বিজয়ী চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল ইসলামকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন্নবী ছামদানী, সহসভাপতি রায়হান উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুল হক। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিআরডিবি’র হিসাবরক্ষক শহিদুল ইসলাম ও সহকারী পরিচালক হারুন অর রশিদ।