স্টাফ রিপোর্টার: ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি আয়োজনে সভায় ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর মাহাবুবুল আলম শরীফ। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল বিআরটিএ ও ড্রাইভিং প্রশিক্ষক জাকির হোসেন, এরিয়া ম্যানেজার আফরোজা রিনা ও ব্র্যাক ম্যানেজার আবুল কালাম আজাদ।